Wednesday, September 17, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollনয়া সিনেমায় নজরকাড়া কৃতি, প্রকাশ্যে হট লুক

নয়া সিনেমায় নজরকাড়া কৃতি, প্রকাশ্যে হট লুক

ওয়েব ডেস্ক: জনপ্রিয় বলি পরিচালক ও দক্ষিণী তারকা ধনুষ (Dhanush) আরও একবার জুটি বাঁধতে চলেছেন নতুন হিন্দি সিনেমা ‘তেরে ইশক মে’-এ (Tere Isque Mein)। ‘রাঁনঝনা’ ও ‘আতরাঙ্গি’ পর ফের আনন্দ এল রাইয়ের থ্রিলার সিনেমায় দেখা যাবে তাঁকে। মঙ্গলবার ছিল আসন্ন সিনেমার টিজার (Teaser) মুক্তি। তবে প্রথম ঝলকেই নজর কাড়লেন অভিনেত্রী কৃতি স্যানন (Kirti Shannon)।

আরও পড়ুন: ওটিটিতে এবার আনকাট ‘পুষ্পা ২

ছবিতে ধনুষের বিপরীতে দেখা যেতে চলেছে কৃতিকে। নায়িকার উপস্থিতি গল্পের প্লটে যোগ করেছে অন্য মাত্রা। কৃতির হাড়হিম স্টান্ট দেখে দর্শকদের চোখ কপালে ওঠার জোগাড়। লাস্যময়ী কৃতির ঠোঁটের ফাঁকে সিগারেট চেপে, লাইটার জ্বালানো দেখে শোরগোল নেটপাড়ায়। এদিন প্রকাশ্যে এসেছে ধনুষের লুকও। জানা গেছে, সিনেমায় তাঁর চরিত্রের নাম শঙ্কর। অগোছালো চেহারা, ঘন দাঁড়ি, বড় চুল। ছবির ক্যাপশনে লেখা, ‘রাঁনঝনা ইউনিভার্স থেকে।’

 

View this post on Instagram

 

A post shared by Dhanush (@dhanushkraja)

দেখুন আরও খবর:

Read More

Latest News